সাভারে আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে ইসমাইল হোসেন (৩০) নামে এক ফুল ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুরে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন ভবানীপুরের শহীদুল ইসলামের ছেলে।
নিহতের স্বজনদের বলেন, অভিযান চালিয়ে সন্ত্রাসী আল-আমিনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করতে যায় বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তরিকুল ইসলাম। এ সময় অন্য প্রতিবেশীর মত ইসমাইল হোসেনও ঘর থেকে বের হন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে আসামি পালিয়ে গেলে গুলি ছুঁড়ে এসআই তরিকুল। কিন্তু গুলিটি ইসমাইলের ঘাড়ে লাগলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মাহফুজুর রহমান বলেন, ভবানীপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী আল-আমিনকে গ্রেপ্তারে অভিযানে চালায় পুলিশ। তার নামে সাভার থানায় ১০ থেকে ১২টি মামলা রয়েছে। নিহত ইসমাইল সন্ত্রাসী আল-আমিনের সহযোগী। তাকে ছিনিয়ে নেয়ার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে নিজেদের গুলিতেই ইসমাইল মারা যান।
এইচটি/এমকে